thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক আটক

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১৫:১৪:১৪
নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকা থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে ওই যুবককে আটকের পরে তাকে চিকিৎসার জন্য শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটককৃত রোহিঙ্গা যুবকের নাম আব্দুল্লাহ। তার বাবার নাম সোলেমান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনশাহ পারভেজ দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, রোহিঙ্গা যুবকটি বেনাপোল ঘুরে ট্রেনযোগে নারায়ণগঞ্জে এসে পৌঁছে। সে শহরের খানপুর এলাকায় ঘোরাফেরার সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে। পরে সে মিয়ানমারের রোহিঙ্গা থেকে এসেছে বলে জানায়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। সে পুলিশ দেখলেই ভয়ে আতঁকে উঠছে। তাকে শহরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই রোহিঙ্গা যুবকের চিকিৎসা শেষে আলোচনার মাধ্যমে কক্সবাজার উখিয়ায় পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর