thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ জুলাই ২০১৯, ২ শ্রাবণ ১৪২৬,  ১৩ জিলকদ  ১৪৪০

ছেলে ও মেয়ে বন্ধুদের রসাত্মক পরামর্শ দিলেন রুদ্রনীল

২০১৭ সেপ্টেম্বর ১৭ ১৭:০৮:১৮
ছেলে ও মেয়ে বন্ধুদের রসাত্মক পরামর্শ দিলেন রুদ্রনীল

দ্য রিপোর্ট ডেস্ক :আর মাত্র ক’দিন। এর পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাম্বলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান ‘পুজা’। আর এই পুজোকে সামনে রেখে হাসি ঠাট্টার ছলে ছেলে ও মেয়ে বন্ধুদের রসাত্মক পরামর্শ দিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ।

ছেলে বন্ধুদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘গুরু, পুজোর সময় ফাটিয়ে ঝাড়ি মারো, প্রেমটা করো না। পঞ্চমী থেকে নবমী পর্যন্ত টাইম পাসের জন্য পার্টনার সিলেক্ট করে নাও। কেননা, পুজোর আলোয় আর মাইকে সমস্ত মেয়ের রূপ মনে হয় মাধুরী দীক্ষিত। আর তাদের গলা মনে হয় কোকিলের মতো। যেই পুজোর আলো নিভে যায়, প্যান্ডেলের বাঁশ, কাপড় খুলে নেওয়া হয়, প্রতিমা বিসর্জন হয়ে যায়, সঙ্গে সঙ্গে মনে হবে, ওমা! এ তো টুনি! তাই পুজোর সময় ঘোরো, কিন্তু দিল মাত দে কে ব্যায়ঠো।’

অন্যদিকে মেয়ে বন্ধুদের উদ্দেশ্যে বলেন, ‘হয়তো ভাবছো শাহরুখ খান! কিন্তু আসলে রুটি খান, তরকারি খান, পায়েস খান…। হা হা হা…। পুজোয় মজা কর, দোস্তি কর। হো‌য়াটসঅ্যাপ, ফেসবুক তো রয়েছেই। কিন্তু সেফ থাকো। কখনও নিজে মজা করতে গিয়ে অন্যের ক্ষতি করে ফেলো না।’

রুদ্রনীল আরও বলেন, ‘পুজোর সঙ্গে জড়িয়ে সিনেমাও। অন্তত আমি মনে করি, আমাদের দেশে সিনেমা হলটা গার্লফ্রেন্ড বা ফ্রেন্ডদের সঙ্গে বৈধভাবে দুষ্টুমি করার জায়গা। পুজোতে সে সুযোগ ছাড়বে কেন? আমি তো ফাটিয়ে আড্ডা দিবো বন্ধুদের সঙ্গে। তবে বাড়িতে। কারণ বাড়িতে যেভাবে হইহুল্লোর করতে পারব, সেটা বাইরে সম্ভব নয়। তারপর রাত বাড়লে ঠাকুর দেখতে বেরবো।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর