thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

৩ ব্যাংকের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে

২০১৭ সেপ্টেম্বর ১৮ ১২:৫২:৪২
৩ ব্যাংকের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে

দ্য রিপোর্ট ডেস্ক : কোনো কারণ ছাড়াই পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ ব্যাংকের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক ৩টি হলো- রূপালী ব্যাংক, এক্সিম ব্যাংক ও প্রাইম ব্যাংক।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে এ ব্যাংক ৩টির শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে। ফলে বিষয়টি ডিএসইর নজরে আসে। এর কারণ জানার জন্য ব্যাংক ৩টিকে পৃথকভাবে কারণ দর্শানোর নোটিশ দেয় ডিএসই।

কিন্তু ডিএসইর নোটিশের জবাবে ব্যাংক ৩টি গত ১৭ সেপ্টেম্বর জানিয়েছে, শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

জানা গেছে, গত ৩ কার্যদিবসে রূপালী ব্যাংকের শেয়ার দর ৪৯.৭০ টাকা থেকে বেড়ে ৬৬ টাকায় এসেছে। অর্থাৎ এ সময়ে ব্যাংকটির শেয়ার দর ১৬.৩০ টাকা বা ৩২.৭৯ শতাংশ বেড়েছে।

এক্সিম ব্যাংকের শেয়ার দর ১৬ কার্যদিবসে ১৩.৫০ টাকা থেকে বেড়ে ১৬.৮০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ এ সময়ে ব্যাংকটির শেয়ার দর ৩.৩০ টাকা বা ২৪.৪৪ শতাংশ বেড়েছে।

প্রাইম ব্যাংকের শেয়ার দর ৪ কার্যদিবসে ২৭.১০ টাকা থেকে বেড়ে ২৯.৩০ টাকায় পৌঁছেছে। অর্থাৎ এ সময়ে ব্যাংকটির শেয়ার দর ২.২০ টাকা বা ৮.১১ শতাংশ বেড়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর