thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

রোহিঙ্গাদের নির্যাতনে উদ্বেগ প্রকাশ জোলির

২০১৭ সেপ্টেম্বর ১৮ ১৩:০৮:২০
রোহিঙ্গাদের নির্যাতনে উদ্বেগ প্রকাশ জোলির

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর অত্যাচার, নির্যাতন, হত্যা ও ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ জানিয়েছে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। তিনি দেশটির ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চিকে নিন্দা জানিয়েছেন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) জার্মান সাপ্তাহিক ওয়াল্ড অন সানডের সঙ্গে আলাপকালে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

সেদেশের নিরাপত্তা বাহিনীর প্রতি আহবান জানিয়ে জোলি বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের হত্যা এবং তাদের ওপর যে অত্যাচার চলছে তা বন্ধ করতে হবে। এছাড়া শরণার্থীদের জন্য রাখাইন রাজ্যে ফিরে আসার সুযোগ করে দিতে হবে। তাদের নাগরিক অধিকার ফিরিয়ে দিতে হবে।’

অং সান সু চিকে অত্যাচার বন্ধ করার আহবান জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ করে তিনি মানবাধিকারের পক্ষে কথা বলুক এমন পরিস্থিতিতে এটাই আমরা চাই।’

উল্লেখ্য, সহিংসতার শিকার হয়ে গত কয়েক সপ্তাহে এ পর্যন্ত কয়েক লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে প্রবেশ করেছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর