thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

ডমিনিকা দ্বীপপুঞ্জে হারিকেন মারিয়ার আঘাত

২০১৭ সেপ্টেম্বর ১৯ ১২:২৬:৪৭
ডমিনিকা দ্বীপপুঞ্জে হারিকেন মারিয়ার আঘাত

দ্য রিপোর্ট ডেস্ক : হারিকেন মারিয়া পাঁচ মাত্রার ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ডমিনিকা দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে। চলতি বছরে আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিম অংশে তৈরি হওয়া চতুর্থ বড় ধরনের হারিকেন।তবে সোমবার সন্ধ্যায় আঘাত হানা এ হারিকেনে এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

হারিকেনটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২১৫ কিলোমিটার পৌঁছানোর পর এর মাত্রা বাড়িয়ে একলাফে পাঁচ মাত্রার সাফির-সিম্পসন স্কেলের সর্বোচ্চ মাত্রায় নেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। খবর- বার্তা সংস্থা রয়টার্সের।

এর মাত্র ৯০ মিনিটের মধ্যে হারিকেনটি সরাসরি ডমিনিকার ওপর দিয়ে পার হয়।

মারিয়া আঘাত হানার সময় নিজের ফেইসবুক পোস্টে ডমিনিকার প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট জানান, ঝড়ে তার বাড়ির ছাদ উড়ে গেছে।

বলেন, “আমি পুরোপুরি হারিকেনটির কৃপার ওপর আছি। বাড়ি পানিতে তলিয়ে গেছে।”

এর পরপরই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

হারিকেন আরমার পথ ধরে এগিয়ে যাওয়া মারিয়া বুধবার পুয়ের্তো রিকোতে ও ইউএস ভার্জিন আইল্যান্ডে আঘাত হানতে পারে। হারিকেনটির তাণ্ডবে ঘরবাড়ির ছাদ উড়ে যেতে পারে, ব্যাপক বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাস হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে সতর্ক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর