thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

রোহিঙ্গাদের ইস্যুতে ট্রাম্পের কাছে সহায়তার আশা নেই : শেখ হাসিনা

২০১৭ সেপ্টেম্বর ১৯ ১৬:১৩:৪১
রোহিঙ্গাদের ইস্যুতে ট্রাম্পের কাছে সহায়তার আশা নেই : শেখ হাসিনা

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে সীমান্ত পার হয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সহায়তার আশা করেন না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ট্রাম্পের সঙ্গে অল্প কিছুক্ষণের আলাপকালে রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টি তুলেছিলেন। কিন্তু ট্রাম্প এ বিষয়ে কোন আলোচনাই করতে চান নি।

সোমবার (১৮ সেপ্টেম্বম) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে জাতিসংঘ সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় প্রধানমন্ত্রীর কাছে ট্রাম্প জানতে চেয়েছেন, বাংলাদেশ কেমন আছে? এর উত্তরে শেখ হাসিনা বলেন, ‘আমরা খুবই ভালো আছি। কিন্তু মিয়ানমার থেকে বাংলাদেশে স্রোতের মত ভেসে আসছে রোহিঙ্গা শরণার্থীরা। এ কারণে বাংলাদেশকে কিছুটা সমস্যার সম্মুখীনে পড়তে হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে ট্রাম্প কোন মন্তব্যই করতে চান নি। শরণার্থী ইস্যুতে ট্রাম্পের অবস্থান পরিষ্কার। সুতরাং রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের বিষয়ে ট্রাম্পের কাছে সাহায্য চেয়ে কোন কাজ হবে না। এছাড়া যুক্তরাষ্ট্র ঘোষণা করে দিয়েছে যে শরণার্থীদের গ্রহণ করবে না। তাহলে আমি তাঁর কাছে আর কী বা আশা করতে পারি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘বাংলাদেশ ধনী রাষ্ট্র নয়। এরপরও আমরা যদি ১৬ কোটি বাঙালিকে খাওয়াতে পারি তাহলে ৫-৭ লাখ মানুষকেও খাওয়াতে পারবো। এছাড়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপের কাথাও জানিয়েছেন।’

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর