thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বিপর্যস্ত রোহিঙ্গারা আক্রান্ত হচ্ছে রোগব্যাধিতে

২০১৭ সেপ্টেম্বর ২০ ১১:০৩:০৭
বিপর্যস্ত রোহিঙ্গারা আক্রান্ত হচ্ছে রোগব্যাধিতে

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা ডাইরিয়ায় আক্রান্ত হচ্ছেন। অার তাদের মধ্যে শিশুদের চর্মরোগ ও নিউমোনিয়া হওয়ার খবর পাওয়া গেছে। খবর- বিবিসির।

মিয়ানমারে সাম্প্রতিক সহিংসতা শুরু হওয়ার পর বাংলাদেশে চার লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করেছে বলছে জাতিসংঘ। এখনো সীমান্তে আসছে অনেক রোহিঙ্গা। টেকনাফ ও উখিয়ার রাস্তাঘাটসহ বিভিন্ন এলাকায় তারা অবস্থান করছেন।

রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবার বিষয়ে জানতে চাইলে সহকারী সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর বিবিসিকে বলেন শুরুতে প্রস্তুতি কম থাকলেও শেষ পর্যন্ত তারা যথাযথ ব্যবস্থা নিতে পেরেছেন।

তিনি বলেন, "এটা সত্যি যে শুরুতে আমাদেরও প্রস্তুতি ছিলো না। কিন্তু ব্যাপক শরণার্থী আসার পরপরই আমরা একটা পর্যালোচনা করি এবং কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে শুরু করি"।

তিনি বলেন বিশেষ করে পর্যাপ্ত বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত সেনেটারির মতো ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য উখিয়া ও টেকনাফে কিছু মেডিকেল টীমও গঠন করে দেয়া হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলোর সমন্বয়ে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় ৫ লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে এবং এর প্রতিটি দিয়ে ২০ লিটার পানি বিশুদ্ধ করা সম্ভব।

ডায়রিয়া প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ১ লাখ ১৩ হাজার শিশুকে ভ্যাকসিন দেয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে বলেন জানান সহকারী সিভিল সার্জন।

তিনি জানান, মূলত ডায়রিয়া, চর্মরোগ, নিউমোনিয়া আর চোখের প্রদাহতে ভুগছেন অনেক রোহিঙ্গা। সাথে রয়েছে গুলিতে আহতরা।
বাংলাদেশে এসে স্বাস্থ্যসেবা পেয়েছে প্রায় এক হাজার প্রসূতি রোহিঙ্গা নারী। আর পর্যাপ্ত ওষুধ চলে এসেছে সরকারের তরফ থেকে।

কুতুপালংয়ে স্যাটেলাইট ক্লিনিকে অনেক রোহিঙ্গাকে চিকিৎসা দেয়া হয়েছে আর এ মূহুর্তে সদর হাসপাতালেও সাতশর মতো রোহিঙ্গা রোগী ভর্তি আছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর