thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মালদ্বীপকেও উড়িয়ে দিল বাংলাদেশ

২০১৭ সেপ্টেম্বর ২০ ২১:২৯:৫১
মালদ্বীপকেও উড়িয়ে দিল বাংলাদেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর বুধবার (২০ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশের তরুণ ফুটবলাররা।

এ জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষস্থান দখলে রেখেছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানেরও সংগ্রহ ৬ পয়েন্ট। তবে গোলসংখ্যায় বাংলাদেশের পিছনে পরেছে স্বাগতিকরা।

আগের ম্যাচে ভারতকে ৪-৩ গোলে হারানোর আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকে আধিপত্য করে খেলছিল। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে নবম মিনিটেই এগিয়ে যায় দল। সতীর্থের বাড়ানো বল ধরে জোরালো শটে লক্ষ্যভেদ করেন সৈকত মাহমুদ মুন্না। ঝাঁপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেননি গোলরক্ষক।

প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও ব্যবধান বাড়িয়ে নিতে পারছিল না বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে জাফর ইকবালের দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ হয়। সতীর্থের সঙ্গে বল দেওয়া নেওয়া করতে করতে বক্সের ডান দিক থেকে এই ফরোয়ার্ডের নেওয়া বাঁ পায়ের শটে পরাস্ত গোলরক্ষক।

এ নিয়ে দুই ম্যাচে জাফরের গোল হলো ৩টি। তিন গোল হজমের পর ভারতকে ৪-৩ ব্যবধানে হারানো ম্যাচে জোড়া গোল করেন চট্টগ্রাম আবাহনীর এই ফরোয়ার্ড।

আগামী সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। বুধবার ভুটানের কাছে ১-০ গোলে হেরে প্রতিযোগিতা শুরু করেছে নেপাল।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর