thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

আশুলিয়ায় অগ্নিকাণ্ড, শিশুসহ দগ্ধ ৫

২০১৭ সেপ্টেম্বর ২৩ ০৮:৫২:৩৯
আশুলিয়ায় অগ্নিকাণ্ড, শিশুসহ দগ্ধ ৫

সাভার প্রতিনিধি : আশুলিয়ায় একটি শ্রমিক কলোনীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় শিশুসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।

আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার শিমুলতলা এলাকার মনির মার্কেটের পিছনে কাদের মুহুরীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আহতরা হলো- নাছিমা (৩০), তার আট মাস বয়সী ছেলে নাদিম ও সোহেল রানা (২৮)। এছাড়া তাৎক্ষনিকভাবে বাকি দুইজনের নাম পাওয়া যায়নি।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনলেও ততোক্ষণে শ্রমিক কলোনির ২৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার শিমুলতলা এলাকার মনির মার্কেটের পেছনে একটি টিনসেড শ্রমিক কলোনীতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর