thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

অনুমোদিত মূলধন বাড়াবে জাহিন স্পিনিং

২০১৭ সেপ্টেম্বর ২৪ ১৩:০৮:১৭
অনুমোদিত মূলধন বাড়াবে জাহিন স্পিনিং

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নেয়।

রবিবার (২৪ সেপ্টেম্বর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি ১০০ কোটি টাকা থেকে ৪০০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে। কোম্পানিটি ৩০ কোটি সাধারণ শেয়ার ও ১০ কোটি প্রিফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন বাড়াবে।

কোম্পানিটি প্রতিটি সাধারণ শেয়াররের মূল্য ১০ টাকা নির্ধারণ করেছে।

এর আগে গত ১৫ জুন কোম্পানির বিশেষ সাধারণ সভায় অনুমোদিত মূলধন বাড়ানোর বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নিয়েছে। ইতোমধ্যে বিষয়টি রেজিস্টার জয়েন্ট স্টক কোম্পানি (আরজেসি) অনুমোদন দিয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর