thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৭ ফাল্গুন ১৪২৫,  ১৩ জমাদিউস সানি ১৪৪০

প্রথম বাণিজ্যিক সিনেমায় সাবা

২০১৭ সেপ্টেম্বর ২৫ ১২:০৬:১৬
প্রথম বাণিজ্যিক সিনেমায় সাবা

দ্য রিপোর্ট ডেস্ক : প্রথমবারের মতো সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার সিনেমায় অভিনয় করতে চলেছেন অভিনেত্রী সোহানা সাবা। চলচ্চিত্রটির নাম ‘আব্বাস ওটু’।

সোহানা সাবা জানান, প্রথমবারের মতো সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। সাইফ চন্দন পরিচালিত চলচ্চিত্রটির নাম ‘আব্বাস ওটু’।

কয়েক মাস আগে সিনেমাটির ঘোষণা দেন সাইফ চন্দন, তখন অবশ্য নাম ছিল ‘আব্বাস’। কিন্তু জানাননি কারা থাকছেন নায়ক-নায়িকা হিসেবে।

এবার সোহানা সাবা জানালেন, তিনিই হচ্ছেন নায়িকা। তার বিপরীতে আছেন নিরব।

এ নায়িকা জানালেন, সিনেমায় তার নাম ওটু (অক্সিজেন)। অন্যদিকে নিরব থাকছেন আব্বাস চরিত্রে। ‘আব্বাস ওটু’র গল্পে থাকছে অ্যাকশন, রোমান্টিক ও কমেডির মিশেল।

লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিতব্য ছবিটির স্ক্রিপ্ট লিখেছেন জসিম উদ্দিন।

‘আব্বাস’-এর গল্প প্রসঙ্গে সাইফ বলেন, ‘আব্বাস নামের একটি ছেলের জীবন যাপন ও প্রেম-ভালোবাসার গল্প নিয়ে ছবিটির গল্প গড়ে উঠেছে। বাংলাদেশের পুরান ঢাকা, চাঁদপুর এবং মালদ্বীপ ও শ্রীলঙ্কার বিভিন্ন লোকেশনে শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে।’

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর