thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

ফিলিস্তিনির গুলিতে তিন ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নিহত

২০১৭ সেপ্টেম্বর ২৬ ২০:০২:৫৪
ফিলিস্তিনির গুলিতে তিন ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : ইসরায়েলের জেরুসালেমের পশ্চিমে অবস্থিত হার আদার নামে একটি বসতির প্রবেশপথে এক ফিলিস্তিনির গুলিতে পাহারারত তিন ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নিহত হয়েছে। এ ঘটনায় প্রাণ হারান হামলাকারী নিজেও৷

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। নিহত হামলাকারীর নাম নিমার জামাল(৩৭)। সে নিকটবর্তী একটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুবা সামরি জানান, ফিলিস্তিনি হামলাকারী লুকিয়ে হার আদার বসতির প্রবেশপথে ঢুকেছিলো৷ তবে নিরাপত্তা প্রহরীরা তার গতিবিধ সন্দেহজনক হলে তাকে থামতে বললে সে গুলি চালাতে শুরু করে। এতে তিন ইসরায়েলি নিরাপত্তা বাহিনী প্রাণ হারান৷ পরে সেখানে থাকা অন্য বাহিনীরা পাল্টা গুলি চালালে প্রাণ হারান ফিলিস্তিনি ওই হামলাকারী৷

এদিকে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া পুনরুদ্ধারের লক্ষ্যে মার্কিন দূত জেসন গ্রিনব্লাট এখন জেরুসালেমে৷ এই সময় এই হামলা চালানোর ঘটনাকে উদ্দেশ্যে করে ইসরায়েলের উপ-পররাষ্ট্রমন্ত্রী জিপি হটোভেলি বলেন, ‘হার আদারের এই ভয়াবহ হামলা মার্কিন দূত জেসন গ্রিনব্লাটের জন্য দুর্ভাগ্যে অভ্যর্থনা।’

(দ্য রিপোর্ট/কেএনইউ/সেপ্টেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর