thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

সাগর থেকে ১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

২০১৭ সেপ্টেম্বর ২৮ ১৮:৫৯:০৩
সাগর থেকে ১৬ রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সাবাজারের উখিয়ায় সাগরে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাবাহী নৌকা ডুবির ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে। জালিয়াপালং ইউনিয়নের ইনানি সৈকতের পাতুয়ারটেক এলাকায় লাশগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী।

নিহতদের মধ্যে অধিকাংশই শিশু বলে জানিয়েছেন তিনি।

নুরুল আমিন চৌধুরী আরো জানিয়েছেন, এ সময় আরও চারজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেছেন, ‘বিকাল ৫টার দিকে পুলিশ ও স্থানীয়রা সাগর থেকে ১৬ জনের লাশ উদ্ধার করেছে। আরও লাশ ভাসতে দেখা যাচ্ছে।’

মিয়ানমারের রাখাইনে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ক্যাম্পে গত ২৪ অগাস্ট রাতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়। তখন থেকেই বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গা শরণার্থীদের স্রোত চলছে। রাখাইনে পুড়িয়ে দেওয়া গ্রামগুলো থেকে পায়ে হেঁটে যারা বাংলাদেশ সীমান্তে আসতে পারছেন, তারা মংডু থেকে মাছ ধরার নৌকায় করে নাফ নদী পেরিয়ে টেকনাফে পৌঁছানোর চেষ্টা করছেন। এ সময় নৌকা ডুবে মারা যাচ্ছে অনেক নারী ও শিশু।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর