thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

লৌহজংয়ে ২৮০ কেজি মা ইলিশ জব্দ

২০১৭ অক্টোবর ০৫ ১৯:৩৮:৩২
লৌহজংয়ে ২৮০ কেজি মা ইলিশ জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে ২৮০ কেজি মা ইলিশ জব্দ করার পাশাপাশি ১৯ জেলেকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৬০ হাজার মিটার কারেন্ট জালও জব্দ করা হয়েছে।

বুধবার দিবাগত মধ্যরাত থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

অভিযানের নেতৃত্বে থাকা লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন জানান, বুধবার দিবাগত গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত লৌহজং অংশের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৮০ কেজি মা ইলিশ জব্দ, ১৯ জন জেলেকে এক হাজার টাকা করে জরিমানা এবং ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সকালে পদ্মা নদীর পাড়ে জব্দকৃত জাল পুড়িয়ে বিনিষ্ট করা হয় এবং উপজেলার বিভিন্ন এতিমখানায় ইলিশগুলো বিতরণ করা হয়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন-সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ ইদ্রিস তালুকদার, কোষ্টগার্ড সদস্যদের বিভিন্ন কর্মকর্তা প্রমুখ

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর