thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শেষ

২০১৪ ফেব্রুয়ারি ২৭ ১৮:০৯:৪৫
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ শেষ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ বৃহস্পতিবার বিকেল ৫টায় শেষ হয়েছে।

নির্বাচনে মোট ভোটার ১৪ হাজার ৩১০ জনের মধ্যে ভোট দেন আট হাজার ১৭৫ জন।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২৫টি পদের জন্য ৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন ঢাকা বারের সাবেক সভাপতি আব্দুস সবুর। তাকে সহায়তা করছেন ৬ জন কমিশনারসহ ৭৯ সদস্য।

নীল প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট মহসীন মিয়া এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসীম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যান্য পদে নীল প্যানেলের মনোনয়নপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে রেজাউল করিম নিজাম, সহ-সভাপতি পদে জহির রায়হান জসিম, ট্রেজারার পদে মো. শামসুজ্জামান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আবু ইউসুফ সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে আরিফুর রহমান রঞ্জু, লাইব্রেরি সম্পাদক পদে আহমদ উল্যাহ আমান, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে আফরোজা আলম লাকী ও দফতর সম্পাদক পদে শহীদ গাজী।

সাদা প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সাইদুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোশাররফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যান্য পদে সাদা প্যানলের মনোনয়নপ্রাপ্তরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে তারিক হোসেন, সহ-সভাপতি পদে মুনজুর আলম মুনজু, ট্রেজারার পদে মকবুল হোসনে, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম খান, সহ-সাধারণ পদে শাহাদাত হোসনে ভূঁইয়া, লাইব্রেরি সম্পাদক পদে বিনয় কুমার ঘোষ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে আফরোজা ফারহানা আহমদে অরেঞ্জ ও দফতর সম্পাদক পদে আব্দুল হাই মামুন।

সবুজ প্যানেলের সভাপতি পদে অ্যাডভোকেট জলিল উদ্দিন হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মল্লিক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যান্য পদে সবুজ প্যানলের মনোনয়নপ্রাপ্তরা হলনে- সিনিয়র সহ-সভাপতি পদে মো. আ. হান্নান, সহ-সভাপতি পদে আব্দুর রউফ খান, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মো. আইয়ুব আলী মাতুব্বর, সহ-সাধারণ সম্পাদক পদে মোর্শেদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে মহিউদ্দিন মাশুক ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে মহুরা পারভীন মিলি।

তিনটি প্যানেলের বাইরে আরও দুজন স্বতন্ত্র প্রার্থী সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- এসএম নজরুল ইসলাম ও মো. হাসান আলী। তবে মো. হাসান আলী নীল দলের প্রার্থী মোসলেহ উদ্দিন জসিমকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলেও ব্যালট পেপার থেকে তার নাম বাদ পড়েনি।

নির্বাচনে সভাপতি পদে তিনজন, সিনিয়র সহ-সভাপতি পদে তিনজন, সহ-সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে পাঁচজন, সিনিয়ার সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন, সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন, ট্রেজারার পদে তিনজন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে তিনজন, লাইব্রেরি সম্পাদক পদে তিনজন, দফতর-সম্পাদক পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সদস্য ১৫টি পদের বিপরীতে ৪০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, ২০১৩ ও ২০১৪ সালের নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে এবং আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল সভাপতিসহ ১২টি পদে জয়ী হয়েছিল।

(দ্য রিপোর্ট/জেএ/একে/জেএম/সা/ফেব্রুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর