thereport24.com
ঢাকা, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮, ৬ আশ্বিন ১৪২৫,  ১০ মহররম ১৪৪০

‘এভ্রিল ফাউন্ডেশনের’ যাত্র শুরু

২০১৭ অক্টোবর ১০ ১৩:০২:১৬
‘এভ্রিল ফাউন্ডেশনের’ যাত্র শুরু

দ্য রিপোর্ট ডেস্ক : অবশেষে অক্টোবর থেকেই যাত্রা শুরু করল মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট মাথায় পরেও নামিয়ে নেওয়া জান্নাতুল নাঈম এভ্রিলের ‘এভ্রিল ফাউন্ডেশন’।

বাল্যবিয়ের অভিযোগে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট নামিয়ে নেওয়ার সময় তিনি কথা দিয়েছিলেন বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করবেন তিনি। গড়ে তুলবেন এভ্রিল ফাউন্ডেশন।

সারাদেশে বাল্যবিয়ে বন্ধের জন্য কাজ করবে চ্যারাটিমূলক এ সংগঠনটি। স্বেচ্ছ্বাসেবী ও ডোনার সংগ্রহের কাজ শুরু হলো এরমধ্যে।

এভ্রিল বলেন, ‘শুধু বাল্যবিয়েই নয়, নারীর ক্ষমতায়নেও কাজ করবে এ সংগঠনটি। আমার আয়ের ৭৫ ভাগ টাকা আমি এখানে দেব। কিছু অর্থও সংগ্রহ চলছে। এছাড়া সারাদেশে ভলান্টিয়ার থাকবে নারীরা। যারা অবহেলিত, নির্যাতিত নারীদের পাশে দাঁড়াবেন।’

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে প্রথমে উপস্থাপিকা শিনা চৌহান জানিয়েছিলেন, শীর্ষ ১০ প্রতিযোগীর মধ্যে সেরা হয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। কয়েক মিনিটের মধ্যে একই মঞ্চে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী ঘোষণা করেন জান্নাতুল নাঈম এভ্রিলের নাম। এরপর এটিও বাতিল ঘোষণা করা হয় এভ্রিলের ‘বাল্যবিয়ে’র দায়ে।

এ ঘটনার পর থেকেই অনুষ্ঠানটিকে ঘিরে আলোচনা-সমালোচনায় মুখর মিডিয়া অঙ্গন। এরপর একই প্রতিযোগিতার জেসিয়া ইসলামকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুটটি দেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে