thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

নিজস্ব সশস্ত্র ইউনিট চায় এনবিআর

২০১৭ অক্টোবর ১০ ১৭:৩৬:১৯
নিজস্ব সশস্ত্র ইউনিট চায় এনবিআর

দ্য রিপোর্ট প্রতিবেদক : অভিযান পরিচালনাকালে নিরাপত্তার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব সশস্ত্র ইউনিট চেয়ে একটি প্রস্তাবনা করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) এনবিআর কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নিরাপত্তা বিষয়ক অংশীদারিত্বমূলক সংলাপে এই প্রস্তাবনা তুলে ধরেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।

তিনি বলেন, ‘আমরা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সশস্ত্র ইউনিটের মতো ইউনিট চাই। বিভিন্ন ধরনের অভিযান পরিচালনাকালে চোরাকারবারিদের হাতে কর্মকর্তাদের আহত হওয়ার ঘটনা ঘটে। সে কারণে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ পদে আমরা অস্ত্র বহনের অনুমতি চাই। পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে একটা পার্টনারশিপ গড়ে তুলতে চাই। আমাদের নিরাপত্তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা দরকার।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, ‘রাজস্ব আহরণে যেসব কর্মকর্তা রয়েছেন, তাদের থেকে ভালো ব্যবহার আশা করেন করদাতারা। সবচেয়ে কম ব্যাথায় মুন্সিয়ানার মাধ্যমে আয়কর আদায় করতে হবে। নিরাপরাধ একজন মানুষও যেন শাস্তির আওতায় না আসে। তাদের প্রস্তাবের ব্যাপারে সরকার ইতিবাচক পদেক্ষেপ নেবে।’

সংলাপে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি বলেছেন, ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে দক্ষতা। নিরাপত্তাও বড় চ্যালেঞ্জ। সীমান্ত এলাকার কর অঞ্চলে কর আদায়ও বড় চ্যালেঞ্জ।’

অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মোখলেচুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ১০, ২০৭)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর