thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

গোপালগঞ্জ ও নড়াইলের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

২০১৭ অক্টোবর ১১ ১৯:২৫:৪৩
গোপালগঞ্জ ও নড়াইলের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি : মোবাইল ফোনে কথা কাটাকাটির জের ধরে গোপালগঞ্জ ও নড়াইল জেলার দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষরে অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার পোদ্দারের চর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর উপজলোর পোদ্দাররে চর এবং নড়াইলের কালয়িা উপজলোর চর সিংগাতি গ্রামের

জানা গেছে, দুই কিশোরের মধ্যে মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটি হয়। এর রেশ ধরে এই দুই গ্রামের লোকজন সংর্ঘষে জড়িয়ে পড়ে।

আহতদরে মধ্যে গোপালগঞ্জ সদর উপজলোর জাকারিয়া শেখ (৬০) নামরে এক বৃদ্ধের অবস্থা আশংকাজনক। তাকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

পরে খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার পুলিশ ও কালিয়া উপজলোর নড়াগাতি থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলকায় উত্তজেনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মো. সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর