thereport24.com
ঢাকা, বুধবার, ২২ আগস্ট ২০১৮, ৭ ভাদ্র ১৪২৫,  ১০ জিলহজ ১৪৩৯

টেকনাফে আরও এক রোহিঙ্গার লাশ উদ্ধার

২০১৭ অক্টোবর ১২ ১১:৪০:২১
টেকনাফে আরও এক রোহিঙ্গার লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : সেনাবাহিনীর অত্যাচারে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার পথে রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় আরও এক রোহিঙ্গার লাশ ভেসে এসেছে। এই ঘটনায় এ পর্যন্ত উদ্ধার হওয়া ৩২ জনের মধ্যে ১৬টি শিশু, ১৩ নারী ও ৩ জন পুরুষ রয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকা থেকে এক রোহিঙ্গা পুরুষের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।

৮ অক্টোবর রাতে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডর লেফটেন্যান্ট জাফর ইমাম সজীব বলেন, বৃহস্পতিবার সকালে সাড়ে আটটার দিকে শাহপরীর দ্বীপ ঘোলারচর এলাকা থেকে ২৫ থেকে ৩০ বছর বয়সী এক রোহিঙ্গা পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি টেকনাফ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে