thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

যৌন হয়রানির অভিযোগ, অস্কার থেকে বহিষ্কার ওয়াইনস্টিন

২০১৭ অক্টোবর ১৫ ১৫:৫২:০২
যৌন হয়রানির অভিযোগ, অস্কার থেকে বহিষ্কার ওয়াইনস্টিন

দ্য রিপোর্ট ডেস্ক : ধারাবাহিক যৌন হয়রানির অভিযোগ ওঠায় হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনকে অস্কার বোর্ড থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। খবর- বিবিসির।

খবরে বলা হয়, দ্য অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্ট অ্যান্ড সায়েন্সেসের পর্ষদ সভায় দুই তৃতীয়াংশের বেশি ভোটে ওয়াইনস্টিনকে বহিষ্কারের ওই সিদ্ধান্ত হয়েছে।

৬৫ বছর বয়সী এই প্রভাবশালী প্রযোজক হলিউডের বিখ্যাত প্রযোজনা সংস্থা ওয়াইনস্টিনের কো-চেয়ারম্যান এবং মিরাম্যাক্স ফিল্মসের প্রতিষ্ঠাতা।

দ্য কিংস স্পিচ, শেক্সপিয়র ইন লাভ, পাল্প ফিকশন, গ্যাংস অব নিউইয়র্ক, ম্যালেনার মত বহু নামকরা চলচ্চিত্রের প্রযোজনা করেছেন হার্ভি ওয়াইনস্টিন।

ওয়াইনস্টিনের সিনেমা এ পর্যন্ত তিনশর বেশি অস্কার মনোনয়ন পেয়েছে, জিতেছে ৮১টি অস্কার।

তবে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ওয়াইনস্টিনকে নিজের প্রযোজনা সংস্থা থেকেও বরখাস্ত হতে হয়েছে।

নিউইয়র্ক টাইমস ও দি নিউ ইয়র্কার চলতি মাসের শুরুতে ওয়াইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির দুটি খবর প্রকাশ করে, যা পুরো হলিউডকেই কাঁপিয়ে দেয়। চলচ্চিত্র অভিনেত্রী, ফ্যাশন মডেল, এমনকি প্রযোজনা সংস্থার কর্মীদের ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হওয়ার বেশ কিছু ঘটনা উঠে আসে সেখানে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর