thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

লিমনের মায়ের রিভিশনের শুনানি আবারও পেছাল

২০১৪ ফেব্রুয়ারি ২৭ ১৯:৪৬:২০
লিমনের মায়ের রিভিশনের শুনানি আবারও পেছাল

ঝালকাঠি প্রতিনিধি : বরিশাল র‌্যাব-৮ এর ছয় সদস্যের বিরুদ্ধে ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় তার মায়ের করা মামলার রিভিশন আবেদনের শুনানি অষ্টমবারের মত পেছাল। আবেদনটি শুনানির জন্য বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের কার্যতালিকায় থাকলেও শুনানি হয়নি।

রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি আবদুল মান্নানের করা সময়ের আবেদন ও বিচারক না থাকার কারণে শুনানি হয়নি বলে জানিয়েছেন লিমনের মায়ের আইনজীবী মো. আক্কাস সিকদার।

ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কিরন শংকর হালদার ২৪ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

১৬ জানুয়ারি ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহ বকাউলকে ঢাকায় বদলি করা হয়। সেই থেকে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে বিচারক পদ শূন্য রয়েছে। লিমনকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে ২০১১ সালের ১০ এপ্রিল তার মা হেনোয়ারা বেগম বাদী হয়ে র‌্যাবের ছয় সদস্যকে আসামি করে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে নালিশি মামলা করেন।

(দ্য রিপোর্ট/এমএমআর/এএস/সা/ফেব্রুয়ারি ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর