thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

মুগদায় নর্দমাতে শিশু নিখোঁজ, উদ্ধার কাজ চলছে

২০১৭ অক্টোবর ১৬ ০৯:৫০:৪৮
মুগদায় নর্দমাতে শিশু নিখোঁজ, উদ্ধার কাজ চলছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার মাণ্ডা এলাকার হৃদয় নামে তিন বছরের একটি শিশু নর্দমায় পড়ে নিখোঁজ হয়েছে। শিশুটিকে উদ্ধারে ১৮ ঘণ্টা ধরে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তবে এখনও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

রবিবার বিকেল ৫টার দিকে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশুটি। মুহূর্তের মধ্যে সে তলিয়ে যায়।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার আলী আজম জানান, এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাকে উদ্ধারে কাজ চলছে।

তিনি বলেন, নর্দমা অনেক উঁচু। প্রচুর ময়লা থাকায় স্বাভাবিকভাবে কাজ করা যাচ্ছে না। নর্দমার ময়লা সরিয়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে।

মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, নর্দমায় পড়ে নিখোঁজ হওয়া হৃদয়ের বাবা আব্দুস সালাম পেশায় একজন রিকশা চালক। পরিবারের দাবির প্রেক্ষিতে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে মুগদা থানা পুলিশও সহযোগিতা করছে। খেলতে গিয়ে শিশুটি নর্দমায় পড়ে যায়। জীবিত কিংবা মৃত অবস্থায় আমরা শিশু হৃদয়কে উদ্ধারের চেষ্টা করছি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর