thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

দিল্লি যৌন সহিংসতায় ‘নিকৃষ্টতম’ মেগাসিটি

২০১৭ অক্টোবর ১৬ ১০:০১:৩১
দিল্লি যৌন সহিংসতায় ‘নিকৃষ্টতম’ মেগাসিটি

দ্য রিপোর্ট ডেস্ক : যৌন সহিংসতার দিক থেকেমেগাসিটি ভারতের দিল্লি বিশ্বের ‘নিকৃষ্টতম’। থমসন রয়টার্স ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

এটিই প্রথম জরিপ, বিশ্বের মেগাসিটিগুলোতে তুলনামূলক নারীদের যৌন সহিংসতার শিকার হওয়ার ওপর। খবর- টাইমস অব ইন্ডিয়া অনলাইনের।

দিল্লি শহরের নারীরা সম্ভ্রম হারানো, যৌনঘটিত হামলার শিকার, ধর্ষণ ও যৌন হয়রানির আতঙ্কে থাকে। অবশ্য এই জরিপের আগে থেকেই দিল্লি বিশ্বের ‘ধর্ষণের রাজধানী’ হিসেবে নিন্দা কুড়িয়েছে।

জাতিসংঘ ঘোষিত বিশ্বের ১৯টি মেগাসিটিতে চলতি বছরের জুন-জুলাই মাসে জরিপ চালানো হয়েছে। দিল্লিতে ‘নির্ভয়া ধর্ষণকাণ্ডের’ পাঁচ বছর পূর্তির কয়েক মাস আগে জরিপের ফলাফল প্রকাশ হলো। চলন্ত বাসে গণধর্ষণের শিকার নির্ভয়া শেষ পর্যন্ত মারা যায়। এ ঘটনা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছিল।

দিল্লির জনসংখ্যা প্রায় ২ কোটি ৬৫ লাখ। বিশ্বের দ্বিতীয় জনবহুল মেগাসিটি। ব্রাজিলের সাও পাউলোর পাশাপাশি ধর্ষণের তালিকায় সবার শীর্ষে রয়েছে দিল্লির নাম।

ধর্ষণে সবার ওপরে থাকলেও নারীদের জন্য ‘সবচেয়ে বেশি বিপজ্জনক’ শহরের তালিকায় দিল্লির নাম রয়েছে চারে। এ তালিকায় ঢাকার অবস্থান সপ্তম। মিশরের কায়রো শীর্ষে এবং পাকিস্তানের করাচি রয়েছে দ্বিতীয় অবস্থানে।

শিক্ষা, ভূমি বা সম্পত্তির মালিকানাসহ অর্থনৈতিক ক্ষেত্রে প্রবেশাধিকারের আরেকটি তালিকায় দিল্লি রয়েছে তৃতীয় অবস্থানে। এ তালিকায় সবার উপরে আছে লন্ডন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর