thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

‘মাদার অব হিউম্যানিটি’ পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

২০১৭ অক্টোবর ১৬ ১৬:২৩:৪৫
‘মাদার অব হিউম্যানিটি’ পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন

দ্য রিপোর্ট প্রতিবেদক : মাদার অব হিউম্যানিটি খেতাব লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জনান।

তিনি জানান, দেশি-বিদেশি গণমাধ্যম থেকে বিভিন্ন খেতাব পাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত দৈনিক খালিজ টাইমসে ‘স্টার অব দ্যা ইস্ট’ নামে অভিহিত করা হয়েছে। চ্যানেল ফোর প্রধানমন্ত্রীকে মাদার অব হিউম্যানিটি খেতাব দিয়েছে। এরসঙ্গে দ্যা এশিয়ান এজ পত্রিকা প্রধানমন্ত্রীকে রাউল গুসতাফ ওয়েলবার্গের এর সঙ্গে তুলনা করেছে। রাউল ওয়েলবার্গ হিটলারের কাছ থেকে ১ লাখ ইহুদিকে বাচিয়েছিলেন এ জন্য তাকে স্বরণ করা হয়। এ তিনটি ইস্যুতে মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর