thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী

২০১৭ অক্টোবর ১৭ ১১:৩১:৪১
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। সোমবারও এ ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা গেছে। এর আগে গত শুক্রবার তেলের দাম চলতি মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। খবর- রয়টার্সের।

মূলত পারমাণবিক চুক্তির জের ধরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং চীনে তেল আমদানি বৃদ্ধির খবরে গত শুক্রবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি পায়। ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতি গ্রহণের সম্ভাবনায় ওইদিন যুক্তরাষ্ট্রে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম আগের দিনের তুলনায় বেড়ে যায়। তবে স্থিতিশীল ছিল ব্রেন্ট ক্রুডের দাম।

ওইদিন যুক্তরাষ্ট্রে ডব্লিউটিআইয়ের দাম আগের দিনের তুলনায় ১ দশমিক ৫৯ শতাংশ বেড়েছিল। এ ছাড়া অক্টোবরে সরবরাহের চুক্তিতে প্রতি ব্যারল ডব্লিউটিআই বিক্রি হয় ৫১ ডলার ৪২ সেন্টে, যা আগের দিনের তুলনায় ৮২ সেন্ট বেশি। দিনের শুরুতে তেলের ব্যারলপ্রতি ৫১ ডলার ৪৫ সেন্টে বিক্রি হয়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর