thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বেনাপোলে ১৮ স্বর্ণবারসহ ভারতীয় নাগরিক আটক

২০১৭ অক্টোবর ১৭ ১২:৪১:০৩
বেনাপোলে ১৮ স্বর্ণবারসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারের সময় বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ১৮টি স্বর্নের বারসহ শ্রবন বিশ্বাস (৪৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়।

আটক ভারতীয় এ নাগরিকের বাড়ি বনগাঁ থানার চড়–ই গাছি গ্রামে। তার পিতার নাম ধীরেন্দ্র নাথ বিশ্বাস।

৪৯ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি ঘিবা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনাবার ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শ্রবন বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১৮টি সোনার বার পাওয়া যায়। সোনারবারের ওজন ২ কেজি ১০০ গ্রাম, যার বাজার মুল্য ৮৫ লাখ টাকা।

তিনি আরও জানান, আটক সোনারবার বেনাপোল কাষ্টম হাউসে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর