thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

বিশ্ববিদ্যালয়ছাত্র তালহা হত্যায় মামলায় গ্রেফতার ২

২০১৭ অক্টোবর ১৮ ১১:১৪:০০
বিশ্ববিদ্যালয়ছাত্র তালহা হত্যায় মামলায় গ্রেফতার ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ওয়ারীতে ছিনাতাইকারীর ছুরিকাঘাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী খন্দকার আবু তালহা (২২) হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে ৩টার দিকে তাদের গ্রেফতার করে ওয়ারি থানা পুলিশ।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন আবদুর রহমান ওরফে মিলন ও বেল্লাল হোসেন ওরফে সবুজ।

তাদের কাছ থেকে তালহার ব্যবহৃত মানিব্যাগসহ আরও কিছু জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আবু তালহাকে হত্যার দায় স্বীকার করেছেন।

বুধবার সকালে এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, ওয়ারি উপকমিশনার (ডিসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, ৮ অক্টোবর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া শাখার কম্পিউটার সায়েন্সের দ্বিতীয় বর্ষের ছাত্র আবু তালহা ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই দিন সকাল সাড়ে ছয়টায় যাত্রাবাড়ী যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন তিনি। এরপর ছিনতাইকারীর কবলে পড়ে আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল সোয়া আটটার দিকে মারা যান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর