thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শীর্ষস্থান হারালেন সাকিব

২০১৭ অক্টোবর ২০ ১৭:৩২:১৯
শীর্ষস্থান হারালেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক : আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের চলমান সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচে ব্যাটে-বলে খুব একটা আলো ছড়াতে পারেন নি তিনি। সেই কারণে সাকিব অলরাউন্ডারদের এক নাম্বার স্থান থেকে নেমে গেছেন। তাকে টপকে শীর্ষস্থানটি দখল করেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।

প্রথম ওয়ানডেতে ২৯ রান করেছিলেন সাকিব, বল হাতে ছিলেন উইকেটশূন্য। দ্বিতীয় ওয়ানডেতে দুটি উইকেট নিলেও রান করেছেন ৫। তার রেটিং পয়েন্ট ৩৪৫। হাফিজের পয়েন্ট ৩৬০। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি সিরিজের প্রথম তিন ম্যাচে হাফিজের রান ৩২, ৮ ও অপরাজিত ৩৪। উইকেট প্রতি ম্যাচেই একটি করে।

তবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুই উইকেট নেওয়ার সুবাদে ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছেন সাকিব, রয়েছেন তালিকার ১৯ নম্বরে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সিরিজে অংশ না নিলেও টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান সাকিবের দখলেই রয়েছে। টি২০ ক্রিকেটেও তিনি শীর্ষ অলরাউন্ডার।

এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে ভালো ব্যাটিংয়ের সুবাদে ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় ৫ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে অবশ্য সেরা অবস্থানটি এখনো তামিম ইকবালের দখলেই; ১৬ নম্বরে রয়েছেন তিনি।

মুশফিক প্রথম ওয়ানডেতে ১১০ এবং দ্বিতীয়টিতে ৬০ রান করেছিলেন।

ব্যাটসম্যানদের তালিকায় সাকিব রয়েছেন ৩২ নম্বরে।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর