thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-যোগাযোগ বন্ধ

২০১৭ অক্টোবর ২১ ০৯:২৬:২৪
পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-যোগাযোগ বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি : পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ ও ফেরিসহ সকল যোগাযোগ বন্ধ রয়েছে।

এতে চরম দুর্ভোগে পড়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।

এ রুটে শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ চলাচল এবং শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। শনিবার সকাল পর্যন্ত এ নৌরুটে যানচলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, নিম্নচাপের প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টির কারণে শুক্রবার দিনভর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছিল। রাতে বাতাসের বেগ আরো বেড়ে গেলে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। ঝড়ো বাতাসের বেগ না কমা পর্যন্ত পুনরায় ফেরি চলাচল সম্ভব নয়।

বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-ট্রাফিক)ফরিদ হোসেন জানান, বাতাসে নদীতে ঢেউয়ের সৃষ্টি হওয়ায় শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলেই লঞ্চ চলাচল পুনরায় শুরু হবে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর