thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

মোগাদিসুতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৮

২০১৭ অক্টোবর ২১ ১১:১২:১৫
মোগাদিসুতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫৮

দ্য রিপোর্ট ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুর ব্যস্ত এলাকায় গত শনিবার চালানো ভয়াবহ গাড়িবোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৮ জনে।

এ ঘটনায় কয়েক শ লোক আহত হয়েছে। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। খবর- বিবিসির।

সোমালিয়ার তথ্যমন্ত্রী আবদিরাহমান ওসমানের বরাত দিয়ে বিবিসি জানায়, এখনো ৫৬ জন নিখোঁজ রয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার মোগাদিসুর একটি হোটেলের প্রবেশপথের কাছে বিস্ফোরক বহনকারী একটি লরি বিস্ফোরিত হয়। ওই এলাকায় অনেক হোটেল, সরকারি ভবন ও রেস্তোরাঁ অবস্থিত। ২০০৭ সালের পর দেশটিতে এটাই সবচেয়ে বড় হামলা।

সোমালিয়ার তথ্যমন্ত্রী এই হামলার জন্য জঙ্গি সংগঠন আল-শাবাবকে দায়ী করেন। তবে কোনো গোষ্ঠী এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

২০০৭ সাল থেকে দেশটিতে আল-কায়েদার সঙ্গে সম্পর্কযুক্ত জঙ্গি সংগঠন আল-শাবাবের বিদ্রোহ চলছে। সংগঠনটি প্রায়ই মোগাদিসুতে হামলা চালিয়ে থাকে। তারা সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর