thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

দুপুরে ঢাকায় আসছেন সুষমা

২০১৭ অক্টোবর ২১ ২০:১৭:৪৯ ২০১৭ অক্টোবর ২২ ০৮:৩০:০০
দুপুরে ঢাকায় আসছেন সুষমা

দ্য রিপোর্ট প্রতিবেদক : দুই দিনের সফরে রবিবার (২২ অক্টোবর) বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এদিন দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা তার।

সফরকালে দুই দেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ কনসালটেটিভ কমিশনের চতুর্থ বৈঠকে অংশ নেবেন সুষমা স্বরাজ। সঙ্গে থাকবেন ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শংকর।

সুষমা স্বরাজের সফরকালে ঢাকায় দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভারতের লাইন অব ক্রেডিটের মাধ্যমে বাস্তবায়িত ১৫টি প্রকল্পের উদ্বোধন করা হবে।

এ ছাড়া আশা করা হচ্ছে, সফরকালে সুষমা স্বরাজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন।

বাংলাদেশে এটি সুষমা স্বরাজের দ্বিতীয় দ্বিপক্ষীয় সফর। এর আগে তিনি ২০১৪ সালে ঢাকা সফর করেছিলেন।

সরকারের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের সময় যে বিষয়গুলো আলোচিত হয়েছিল, সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যু নিয়ে বাংলাদেশ আলাপ করতে আগ্রহী।

প্রসঙ্গত, সুষমা স্বরাজের এই সফরে কিছুদিন আগে (চলতি মাসের প্রথমার্ধে) বাংলাদেশ সফর করেন ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ও ভারতীয় জনতা পার্টির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।

(দ্য রিপোর্ট/জেডটি/এনটি/অক্টোবর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর