thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

জাপানে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে

২০১৭ অক্টোবর ২২ ০৯:১৭:৪৭
জাপানে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে

দ্য রিপোর্ট ডেস্ক : জাপানে আগাম নির্বাচনে ভোট গ্রহণ চলছে। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মুখে প্রধানমন্ত্রী শিনজো আবে তার জনপ্রিয়তা যাচাইয়ে আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ঢেলে সাজানোর সাংবিধানিক ক্ষমতা পেতে এ উদ্যোগ নেন শিনজো আবে।

স্থানীয় সময় রোববার সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে রাত ৮টা পর্যন্ত।

ফল পাওয়া যাবে রোববার রাতেই, জানিয়েছে দ্য স্ট্রেইটস টাইমস।

প্রাক-নির্বাচন জরিপের ফল বলছে, নির্বাচনে শিনজো আবেই জয়লাভ করতে যাচ্ছেন।

আগামী বছর সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রধানমন্ত্রী শিনজো আবে গত সেপ্টেম্বরে আকস্মিক এ নির্বাচনের ঘোষণা দেন।

জাপান পার্লামেন্টের শক্তিশালী নিম্নকক্ষের ৪৬৫টি আসনে লড়ছেন প্রায় এক হাজার প্রার্থী।

প্রচণ্ড বৃষ্টিপাতের মধ্যেই শুরু হয়েছে নির্বাচন। দেশটির দক্ষিণাঞ্চলে টাইফুন ল্যান আঘাত হানার প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে ভোটার সমাগম ব্যাহত হতে পারে।

নির্ধারিত সময়ের ১৪ মাস আগেই নির্বাচন ডাকা প্রসঙ্গে আবে বলেছেন, জনতার রায় নিয়েই তাঁর দল ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) উত্তর কোরিয়ার সঙ্গে ‘জাতীয় সংকট’ এবং জাতীয় বিভিন্ন বিষয়ের সমাধান করতে চায়।

২০১২ সালে সাধারণ নির্বাচনে জয়লাভের পর এ নিয়ে দুই দফায় আগাম নির্বাচন ডাকলেন আবে। এর আগে ২০১৪ সালেও আগাম নির্বাচন ডাকেন তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর