thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

নাইজারে বন্দুকধারীর হামলায় ১২ সেনা নিহত

২০১৭ অক্টোবর ২২ ১১:১৪:১৪
নাইজারে বন্দুকধারীর হামলায় ১২ সেনা নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : নাইজারে অন্তত ১২ জন আধাসামরিক বাহিনীর সদস্যদের হত্যা করেছে বন্দুকধারীরা।

শনিবার পিক-আপ ও মোটরবাইকে করে বন্দুকধারীরা এসে তাদেরকে গুলি করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মালি সীমান্তে এই ঘটনা ঘটে। অক্টোবরের শুরুতে এই সীমান্তে অভিযানে চার নাইজার ও মার্কিন সেনা নিহত হয়েছিলো।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহামেদ বাজুম বলেন, ‘এটি নতুন হামলা, ১২জন সেনা নিহত হয়েছেন। আমরা অভিযান শুরু করেছি।’

এক নিরাপত্তা সূত্র জানায়, হামলাকারীরা মালি সীমান্ত পাড়ি দিয়ে আসে। তাদের কাছে ভারী অস্ত্র ছিলো।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, হামলাকারীদের কাছে রকেট লাঞ্চার ও মেশিন গান ছিলো। তারা চারটি গাড়িতে করে আসে এবং প্রত্যেকটিতে ৭ জন করে ছিলো।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর