thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

তুরাগে অবৈধ স্থাপনা উচ্ছেদের শুনানি ২৯ অক্টোবর

২০১৭ অক্টোবর ২২ ১৩:০৪:১৫
তুরাগে অবৈধ স্থাপনা উচ্ছেদের শুনানি ২৯ অক্টোবর

দ্য রিপোর্ট প্রতিবেদক : তুরাগ নদী দখল করে থাকা ৩০টি প্রতিষ্ঠান উচ্ছেদের বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ অক্টোবর দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে বিচার বিভাগীয় তদন্তে এ তথ্য উঠে আসা।

রবিবার (২২ অক্টোবর) এ সংক্রান্ত আবেদন দাখিলের পর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদন দাখিল করেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়।

অবৈধ স্থাপনার ব্যাপারে প্রতিবেদনে বলা হয়েছে- এনন টেক্স, ড. ফরাস উদ্দিন বিশ্ববিদ্যালয়, কর্ডোড ল্যান্ড ডেভলপার এবং ক্যাপ্টেন জাকির হোসেন, রিয়াজ উদ্দিন, প্রত্যাশা হাউজিং, গাজীপুর সিটি করপোরেশন, নার্গিস আক্তার অ্যান্ড সালাহ উদ্দিন, মো. জাহাঙ্গীর জিপার ফ্যাক্টরি, ট্রাক, কাভার্ড ভ্যান ড্রাইভারস ইউনিয়ন, সেন্ট্রাল মেডিক্যাল কলেজ, ইউনুস মেম্বার, (আনন্দ গ্রুপ) জরিনা টেক্সটাইল, হামিম গ্রুফের সাজিদ ওয়াশিং, বিশ্ব ইজতেমা, শিল্প সম্পর্কিত শিক্ষায়ন, টঙ্গী নিউ মার্কেট (মসজিদ মার্কেট), শাহ আলম গং, মোসলেম সরকার, মেজবাহ উদ্দিন সরকার, আব্দুল হাই, আবু তাহের, গিয়াস উদ্দিন, ছোবহান শেখ, লুৎফা বেগম, ডলি বেগম, সেলিম শেখ, ফজলু মিয়া, আনোয়ার গ্রুপ, দি মার্চেন্ট লি, অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরি, টেক্সাটাইল মালিক ইমান আলীসহ এই ৩০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে।

এর আগে গত ৫ জানুয়ারি তুরাগ নদীর উভয়পাড়ে অবৈধ স্থাপনা আছে কি না, তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের জন্য গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতের এ আদেশের ফলেই বিচার বিভাগীয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

প্রসঙ্গত, গত ৬ নভেম্বর ‘তুরাগকে মৃত ঘোষণা সময়ের ব্যাপার’ শিরোনামে একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ রিট আবেদন করে। পরে ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর