thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

ঢাকাবাসী জেগে উঠুন : ফখরুল

২০১৩ নভেম্বর ০৭ ২০:৩৫:৪৭
ঢাকাবাসী জেগে উঠুন : ফখরুল

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘বর্তমান সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে’ উল্লেখ করে জুলুমবাজ এ সরকারের বিরুদ্ধে ঢাকাবাসীকে জেগে উঠার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৭ নভেম্বর; জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বৃহস্পতিবার দুপুরে বিএনপি আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘১৯৭৫ সালের এ দিনে দেশপ্রেমিক সিপাহী-জনতা এক অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করেছিল।’

দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘শহীদ জিয়াকে এ দেশের মানুষ দুটি কারণে মনে রাখবেন। প্রথমত, একাত্তরের স্বাধীনতা ঘোষণা এবং দ্বিতীয়ত, পঁচাত্তরের ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের পর একদলীয় শাসন বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য।’

স্থায়ী কমিটির অপর সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘শহীদ জিয়ার চেতনায় উদ্বুদ্ধ হয়ে রাজপথের আন্দোলনে আমাদের সকলকে ঝাপিয়ে পড়তে হবে।’

মির্জা আব্বাস বলেন, ‘যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে চায় তারাই জিয়াউর রহমানকে হত্যা করেছে। শহীদ জিয়ার একজন কর্মী বেঁচে থাকতেও বর্তমান সরকারের কোন চক্রান্তের নির্বাচন হতে দেওয়া হবে না।’

ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা বলেন, ‘একাত্তরে স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধ শুরু, পঁচাত্তরের ৭ নভেম্বরের পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে রাজপথে থেকে খালেদা জিয়ার আন্দোলন- এগুলো দেশের ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এসব ঘটনার গর্বিত অংশীদার।’

যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান বলেন, ‘প্রয়োজন হলে আড়াই হাত লাঠি নিয়ে অবরোধের মাধ্যমে ঢাকাকে সারাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে। সরকারের কোনো মন্ত্রীকে ঢাকা থেকে বের হতে দেওয়া হবে না।’

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও সমাবেশ পরিচালনাকারী আব্দুস সালাম বলেন, ‘আমাদেরকে রাজপথে কোনো মিছিল বা সমাবেশ করতে দেওয়া হয় না। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিনিয়ত সভা-সমাবেশ করছে। এখন থেকে আমরাও আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করব। তা ঠেকানোর নৈতিক অধিকার প্রশাসনের নেই।’

সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর, শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শ্রমিকদলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. মনির হোসেন, ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল হক নাসির প্রমুখ।

(দিরিপোর্ট২৪ প্রতিবেদক/এমই/এমএঅর/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর