thereport24.com
ঢাকা, বুধবার, ২২ নভেম্বর ২০১৭, ৮ অগ্রহায়ণ ১৪২৪,  ৩ রবিউল আউয়াল ১৪৩৯

প্রেম করতেন অমিতাভ রেজা-সোহানা সাবা

২০১৭ নভেম্বর ১১ ১৩:৪২:৫১
প্রেম করতেন অমিতাভ রেজা-সোহানা সাবা

দ্য রিপোর্ট ডেস্ক : অমিতাভ রেজা চৌধুরী ও সোহান সাবা মধ্যে প্রেমের গুঞ্জন ছিলো শোবিজ পাড়ায়। তবে স্পষ্টভাবে বিষয়টি তারা তেমন কিছু জানাননি কখনো। এবার এই সহজ স্বীকারোক্তি করেছেন সাবা নিজেই।

সাম্প্রতিক সময়ে আলোচিত টিভি অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’-এ এসে অমিতাভ রেজার সঙ্গে প্রমের কথা স্বীকার করেন সাবা। অনুষ্ঠানে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সাবাকে জিজ্ঞেস করেন, আপনি অমিতাভ রেজা চৌধুরীর প্রেমে পড়েছিলেন? নাকি তিনি আপনার প্রেমে পড়েছিলেন? তখন সাবা বলেন, হ্যাঁ আমাদের প্রেম ছিলো।

সোহানা সাবা যে পর্বে অংশ নিয়েছেন, সেটার একটি প্রোমো অনলাইনে প্রকাশ হয়েছে। ফলে তার বিস্তারিত মন্তব্য জানার জন্য অপেক্ষা করতে হবে অনুষ্ঠানটির প্রচারের এবং পুরো পর্ব প্রকাশের জন্য।

এদিকে সোহানা সাবা বরাবরই সাহসী ভঙ্গিমায় চলাফেরা করেন। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় তিনি খোলামেলা ছবি আপলোড করেন। এই বিষয়ে জানতে চাইলে সাবা বলেন, খোলামেলা বলতে মানুষ যা বোঝায়, সে ব্যাপারে বলবো যে, আমি নিজেকে কখনো রাখা-ঢাকা মনে করি না।

সোহানা সাবা বর্তমানে সাইফ চন্দনের পরিচালনায় ‘আব্বাস’ ছবিতে অভিনয় করছেন। এতে তার বিপরীতে নায়ক হিসেবে থাকছেন নিরব।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে