thereport24.com
ঢাকা, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮, ৯ আশ্বিন ১৪২৫,  ১৩ মহররম ১৪৪০

আবারও মিমি-যশ একসঙ্গে

২০১৭ নভেম্বর ১১ ১৩:৫৫:০৮
আবারও মিমি-যশ একসঙ্গে

দ্য রিপোর্ট ডেস্ক : দ্বিতীয়বারের মতো জুটি বাঁধতে চলেছেন মিমি চক্রবর্তী ও যশ দাশগুপ্ত। এর আগে তারা ‘গ্যাংস্টার’ শিরোনামের সিনেমাতে অভিনয় করেন। যদিও নতুন এ সিনেমার নাম এখনো ঠিক হয়নি। সিনমোটি পরিচালনা করবেন পথিকৃত বসু।

পরিচালক পথিকৃত বসু বলেন, ‘কলেজ পড়ুয়া এক তরুণের চরিত্রে অভিনয় করবেন যশ। কলেজে তার এমন অবস্থা সে কয়েকবার ফেল করে। এমন অবস্থায় এক শিক্ষক চায় কোনোভাবে সে পাশ করে কলেজ ছাড়ুক। খুব স্বাভাবিকভাবে ওই শিক্ষকের অপছন্দের একজন পাত্র যশ। কিন্তু ওই শিক্ষকের মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায় সে। এই মেয়েটির চরিত্রে অভিনয় করবেন মিমি।’ মিমির বাবার চরিত্রে অভিনয় করবেন রজতাভ দত্ত।

আগামী সপ্তাহে কলকাতায় সিনেমাটির শুটিং শুরু হবে। কলকাতার দর্শনীয় স্থানে শুটিং হবে বলেও জানান এ নির্মাতা। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন এন কে সলিল। সংগীত পরিচালনায় রয়েছেন জিৎ গাঙ্গুলী। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। চলতি বছর যশের অভিনীত দ্বিতীয় সিনেমা ‘ওয়ান’ মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করে দর্শকদের বেশ প্রশংসা কুড়ান যশ।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে