thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

সাভারে ডিম ভর্তি গাড়ি ছিনতাই

২০১৭ নভেম্বর ১৩ ১৯:০২:০৭
সাভারে ডিম ভর্তি গাড়ি ছিনতাই

সাভার প্রতিনিধি : সাভারে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ডিম ভর্তি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছিনতাই হওয়া গাড়ির মালিক শফিকুল ইসলাম সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

সোমবার ভোর রাত ৪টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আলমনগর এলাকা থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ছিনতাই হওয়া গাড়ির চালক মোশারফ হোসেন বলেছেন, ‘রবিবার রাতে শখিপুর থেকে ডিম ভর্তি গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হই। সোমবার ভোর রাতে সাভারের আলমনগর এলাকায় পৌঁছালে একটি হাইয়েস মাইক্রোবাস দিয়ে বেরিকেড দিয়ে আমাদের গতিরোধ করে। এরপর গাড়ি থেকে ৭-৮ জনের একদল ছিনতাইকারী অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে মারধর শুরু করে।।’

চালকের সহকারী আপন বলেছে, ‘ছিনতাইকারীরা আমাদের হাত-পা ও মুখ বেঁধে গাড়ির ভিতরে তুলে নিয়ে ঘুরাতে থাকে। সকালের দিকে ছিনতাইকারীরা আমাকে ও আমার ওস্তাদকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় রাস্তার পাশে ফেলে দেয়। এর আগে ছিনতাইকারীরা ডিমের মালিক শরীফুল ইসলামকে শ্রীপুর এলাকায় হাত-পা বেঁধে ফেলে দেয়। এ ছাড়া ছিনতাইকারীরা আমাদের ব্যবহৃত মোবাইলফোন ও সাথে থাকা নগদ টাকাও ছিনিয়ে নেয়।’

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম রেজা বলেছেন, ‘গাড়িসহ ডিম ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। ডিম এবং গাড়ি উদ্ধারের জন্য তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে আমরা একাধিক দলে বিভক্ত হয়ে অভিযান শুরু করেছি।’

খুব শীঘ্রই ছিনতাই হওয়া ডিম ভর্তি গাড়িটি উদ্ধার করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর