thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

কিশোরগঞ্জে ২ পাটগুদামে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫০ লাখ টাকা

২০১৭ নভেম্বর ১৮ ১৩:৩৩:২০
কিশোরগঞ্জে ২ পাটগুদামে অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫০ লাখ টাকা

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা বাজারে আগুনে দুটি পাটের গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার (১৮ নভেম্বর) ভোর চারটার দিকে আগুন লাগে বলে স্থানীয়রা জানিয়েছে।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর চারটার দিকে হঠাৎ করেই তাড়াইল বাজারের ব্যক্তি মালিকানাধীন দুটি পাটের গুদামে আগুন লাগে। জানতে পেরে প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। খবর পেয়ে তাড়াইল, কিশোরগঞ্জ ও ঈশ্বরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে দুটি গুদামে রাখা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার সূত্রপাত এখনো জানা যায়নি।

একটি গুদামের মালিক নিরঞ্জন সরকার বলেন, তার গুদামে দুই হাজার একশ মণ পাট ছিল।

অন্য গুদামের মালিক পরেশ পাল বলেন, তার গুদামে এক হাজার ১৬০ মণ পাট ও ৭০ বস্তা বাদাম ছিল। প্রায় পঞ্চশ লাখ টাকার মামলামাল নষ্ট হয়েছে বলে তারা দাবি করেন।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. দুলাল মিয়া জানান, একটি থেকে অন্য গুদামের দূরত্ব প্রায় আড়াই-শ গজ দূরে থাকলেও একই সময়ে দুটি গুদামে আগুন লাগা রহস্যজনক। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর