thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

রাজশাহী কিংসের বিপক্ষে ঢাকার বড় জয়

২০১৭ নভেম্বর ১৮ ১৮:১০:৩২
রাজশাহী কিংসের বিপক্ষে ঢাকার বড় জয়

দ্য রিপোর্ট ডেস্ক :রাজশাহী কিংসের বিপক্ষে বড় জয় পেয়েছেঢাকা ডায়নামাইটস। দলটির দেওয়া বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে খেই হারাতে দেখা যায় রাজশাহী কিংস। ইনিংসের শুরুর দিকেই ফিরে যান রনি তালুকদার। পেসার আবু হায়দার রনির বলে এলবিডব্লিউ ফাঁদে পড়েন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের ১৯তম ম্যাচে রনির দ্বিতীয় শিকার সামিত প্যাটেল। ফিরে যাবার আগে ছয় রান করেন তিনি। শহীদ আফ্রিদির হাতে ক্যাচ দিয়ে ফেরেন এ ইংলিশ ব্যাটসম্যান।

পরের উইকেটটি নিলেন আফ্রিদি। এবার আউট হলেন ফর্মে থাকা ব্যাটসম্যান মুমিনুল হক। ক্যাচটি নিলেন রনি। রাজশাহীর দলীয় ৭১ রানে ফিরলেন গেলো ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ জাকির হাসান। ২৩ বলে ৩৬ রান করেন তিনি। এ উইকেটটিও তুলে নেন আফ্রিদি। ৪ বলে ২ রান করে দ্রুত ফিরে যান দলের আইকন মুশফিক।

অন্যদিকে ১৪ বলে নয় রান করে আউট হন কিউই অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন। শেষ দিকে অধিনায়ক ড্যারেন স্যামি কিছুটা প্রতিরোধ গড়লেও ঢাকার অধিনায়ক সাকিব আল হাসানের বলে আউট হতে হয় তাকে। মেহেদি হাসান মিরাজ ১০ ও ফরহাদ রেজা ৬ রান করে মাঠ ছাড়েন ও হোসেন আলী ১ রান করে মাঠ ছাড়েন।

ঢাকার হয়ে আফ্রিদি নেন চারটি উইকেট। রনি তিনটি, সাকিব দুটি ও মোহাম্মদ সাদ্দাম নেন একটি উইকেট।

এর আগে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজশাহীর অধিনায়ক স্যামি।

রাজশাহী কিংসকে ২০২ রানের পাহাড় সমান টার্গেট দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ঢাকার হয়ে ৬৫ রান করে এভিন লুইস। রাজশাহীর তরুণ পেসার হোসেন আলীর বলে আউট হবার আগে ১০টি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।

শেষ দিকে কুমার সাঙ্গাকারা ২২ বলে ২৮ রান করে ফিরে যান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব কাইরন পোলার্ড ঝড় তুলেন। ২৫ বলে ৫২ রান করে অপরাজিত ছিলেন। তিনটি ছয় ও পাঁচটি চারে ইনিংসটি সাজান তিনি।

হোসেন আলী তিনটি ও মিরাজ দুটি উইকেট শিকার করেন। সামিত প্যাটেল ও হাবিবুর রহমান একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ডায়নামাইটস: ২০১/৭ (২০)
রাজশাহী কিংস: ১৩৩/ (১৮.২)
ফলাফল: ঢাকা ৬৮ রানে জয়ী
প্লেয়ার অব দ্য ম্যাচ: এভিন লুইস
ঢাকা ডায়নামাইটস
শহীদ আফ্রিদি, এভিন লুইস, কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, সাকিব আল হাসান (অধিনায়ক), জহুরুল ইসলাম অমি, মোসাদ্দেক হোসেন, সুনীল নারাইন, আবু হায়দার রনি, নাদিফ চৌধুরী ও সাদ্দাম হোসেন।

রাজশাহী কিংস
মুমিনুল হক, রনি তালুকদার, জাকির হোসেন, মুশফিকুর রহিম, সামিত প্যাটেল, জেমস ফ্রাঙ্কলিন, ড্যারেন স্যামি, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজা, হাবিবুর রহমান ও হোসেন আলী।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর