thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

২০১৭ নভেম্বর ২০ ১৪:০৪:১৯
টস জিতে ব্যাটিংয়ে ঢাকা ডায়নামাইটস

দ্য রিপোর্ট ডেস্ক : বিপিএলের পঞ্চম আসরের ২১তম ম্যাচে সোমবার (২০ নভেম্বর) কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টস জিতেছে ঢাকা ডায়নামাইটস।

আর টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছেন সুনীল নারিন ও এভিন লুইস।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর একটায় শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করছে গাজি টেলিভিশন ও মাছরাঙ্গা টেলিভিশন।

আজকের ম্যাচে শীর্ষ ধরে রাখার জন্য লড়াই করতে হবে সাকিব আল হাসানের দলকে। অপরদিকে আজকের ম্যাচে ঢাকাকে হারালে শীর্ষস্থানে উঠতে পারবে তামিম ইকবালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। বিপিএলে শুরুর দিকে শীর্ষস্থানটা দখলে ছিলো সিলেট সিক্সার্স-এর। তবে হার দিয়ে শুরু হলেও ঢাকা ডায়নামাইটসের শীর্ষে উঠতে সময় লাগেনি।

সাকিব ও তামিমের দল জিতেছে নিজেদের শেষ চার লড়াইয়ে। অথচ সিলেটে উভয় দলই হার দিয়ে বিপিএলে শুরু করেছিল। এবার টানা পঞ্চম জয়ের হাতছানি। শীর্ষ স্থান দখলে আজ হাড্ডাহাড্ডি লড়াই দেখবে বলে আশা ক্রিকেট প্রেমিদের।

৬ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা। এক ম্যাচ কম খেলা কুমিল্লার পয়েন্ট ৮, আছে দুইয়ে।

এভিন লুইস, কাইরন পোলার্ড, সুনিল নারিনদের সঙ্গে আফ্রিদি যোগ হওয়ায় ঢাকার শক্তি বেড়েছে। তিন ম্যাচ খেলে দুই ম্যাচেই ঢাকার জয়ের নায়ক ছিলেন পাকিস্তানি অলরাউন্ডার। শনিবার ঢাকার ডেরায় এসে পৌঁছেছেন আরেক পাকিস্তানি, বাঁহাতি পেসার মোহাম্মদ আমির।

কুমিল্লাও শক্তি বাড়িয়েছে পাকিস্তানি দুই ক্রিকেটার শোয়েব মালিক ও হাসান আলীকে নিয়ে। শনিবার রাতের ম্যাচে মাশরাফি-গেইল-ম্যাককালামদের রংপুর রাইডার্সকে হারিয়ে আত্মবিশ্বাস আরেকধাপ বেড়েছে তামিমদের।

ঢাকা ডায়নামাইটস: এভিন লুইস, মেহেদি মারুফ, জহুরুল ইসলাম, কুমার সাঙ্গাকারা(উইকেট রক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), কিরন পোলার্ড, সুনীল নারিন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ আমির, আবু হায়দার রনি ও মোহাম্মদ সাদ্দাম।

কুমিল্লা ভিক্টোরিয়ানস : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস(উইকেট রক্ষক), ইমরুল কায়েস, ড্যারেন ব্রাভো, জস বাটলার, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান আলি ও আল-আমিন হোসেন।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২০, ২০১৭ )

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর