thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

অবৈধ অনুপ্রবেশকালে ৩৭ বাংলাদেশি আটক

২০১৭ নভেম্বর ২১ ১৮:২৫:৩১
অবৈধ অনুপ্রবেশকালে ৩৭ বাংলাদেশি আটক

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় ৩৭ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৃথক ৩ স্থানে অভিযানে সীমান্তবর্তী বেনাপোল, দৌলতপুর ও সাদিপুর থেকে ২১ ও ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটকদের মধ্যে ১৯ জন পুরুষ, ১১ জন নারী ও ৭জন শিশু। তাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায় । ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় এরা দালালের মাধ্যমে ভারতে যান।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথে অবৈধভাবে একদল নারী-পুরুষ ভারত থেকে ফিরছে-এ গোপন খবরে বিজিবি অভিযান চালিয়ে বেনাপোল, সাদিপুর ও দৌলতপুর সীমান্ত থেকে ৩৭ বাংলাদেশিকে আটক করে।তবে বিজিবির অভিযান টের পেয়ে পালিয়ে যায় দালাল চক্র।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওহাব ও দৌলতপুর ক্যাম্পের নায়েক মনিরুজ্জামান মুঠোফোনে বলেছেন, আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট সোপর্দ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর