thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

২০১৭ নভেম্বর ২৩ ০৯:২০:১৫
দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

দিনাজপুর প্রতিনিধি : হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভাঙচুরে ক্ষতিগ্রস্ত যানবাহনের ক্ষতিপূরণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে দিনাজপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

বুধবার (২২ নভেম্বর) রাত থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে দিনাজপুর জেলার সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ রয়েছে।

জানা গেছে, বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহন করা একটি বাসের সঙ্গে তৃপ্তি পরিবহন নামে একটি বাসের সাইড দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্ররা এসে শ্রমিকদের মারধর করে ও বাস ভাঙচুর করে। এ সময় শ্রমিকরাও পাল্টা হামলা চালায়। এ সময় এক শিক্ষার্থী ও তিন শ্রমিক আহত হন। তাদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পর দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে রাস্তায় বাঁশ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এ সময় দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়।

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, যতক্ষণ পর্যন্ত দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করা হবে না।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর