thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শীর্ষে উঠে এল খুলনা টাইটানস

২০১৭ নভেম্বর ২৪ ১৮:২০:৫২
শীর্ষে উঠে এল খুলনা টাইটানস

দ্য ‍রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে খুলনা টাইটানস। শুক্রবার মাশরাফি বিন মর্তুজার দল রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়দের দল।

এ জয়ের সুবাদে ৮ ম্যাচে খুলনার সংগ্রহ ১১ পয়েন্ট। অন্যদিকে, ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে রয়েছে রংপুর।

শুক্রবার শুরু হয়েছে এবারের বিপিএলের চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় খুলনা ও রংপুর। টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে খুলনা সংগ্রহ করে ১৫৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার নাজমুল হাসান শান্ত।

রংপুরের পক্ষে ৩টি উইকেট নেন পেসার রুবেল হোসেন। এ দলের শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা ২ উইকেট নেন।

জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৯ রান তুলতে সক্ষম হয় রংপুর।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। এ ছাড়া ৫৮ রান করেন নাহিদুল ইসলাম। বাকি ব্যাটসম্যানরা কেউই তেমনভাবে দৃঢ়তা দেখাতে না পারায় ৯ রানে ম্যাচ হারে রংপুর।

খুলনার বোলারদের মধ্যে ২ উইকেট নেন আফিফ হোসেন। এ ছাড়া রংপুরের ২ ব্যাটসম্যান রানআউটের শিকার হন।

ম্যাচ সেরা হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ক্রিকেট এর সর্বশেষ খবর

ক্রিকেট - এর সব খবর