thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ আগস্ট ২০১৮, ৪ ভাদ্র ১৪২৫,  ৭ জিলহজ ১৪৩৯

ইমরান ও অন্বেষার গানের ভিডিও ‘প্রস্তুত’

২০১৭ নভেম্বর ২৬ ২০:২৩:০৭
ইমরান ও অন্বেষার গানের ভিডিও ‘প্রস্তুত’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের ইমরান মাহমুদুল ও ভারতের অন্বেষা দত্তের একসঙ্গে গাওয়া ‘লাগে বুকে লাগে’ শিরোনামের গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে।

জুলফিকার রাসেলের লেখা এই গানটি চার মাস আগে গেয়েছিলেন ইমরান-অন্বেষা। সম্প্রতি ঢাকায় শেষ হয়ে গানটির ভিডিওর শুটিং।

গাওয়া ছাড়া গানের ভিডিওতে মডেলও হয়েছেন ইমরান। সঙ্গে আছেন নাদিয়া।

এই গান প্রসঙ্গে ইমরান বলেছেন, ‘অন্বেষা আমার পছন্দের একজন শিল্পী। তার কণ্ঠ অসাধারণ। গানটির ভিডিওতে দেখা যাবে এক দম্পতির কাহিনি।’

অন্বেষাও বলেছেন, ‘ইমরানের সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। কিন্তু তার গান আমি শুনেছি। এই গানটির সুর ও সংগীত তিনি খুবই ভালো করেছেন।’

ভিডিওটির পরিচালক শাহরিয়ার পলক জানিয়েছেন, প্রকাশের জন্য প্রস্তুত সেই ভিডিও। শিগগিরই ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে দেখা যাবে ভিডিওটি। এই গানের সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে