thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ আগস্ট ২০১৮, ৫ ভাদ্র ১৪২৫,  ৯ জিলহজ ১৪৩৯

অর্জুনকে বিয়ে করলেন পাওলি দাম

২০১৭ ডিসেম্বর ০৪ ১৪:৩৫:৩৭
অর্জুনকে বিয়ে করলেন পাওলি দাম

দ্য রিপোর্ট ডেস্ক : অবশেষে বিয়ের পিঁড়িতে বসেই গেলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম।

সোমবার (৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন তিনি। বর অর্জুন দেব।

কলকাতার লেক গার্ডেনের নিজ বাসভবনে সকাল সাড়ে ১০টা নাগাদ সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। তবে অতিথি আপ্যায়ন ও বাকি অনুষ্ঠান হবে সন্ধ্যায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলে।

এর আগে শনিবার (২ ডিসেম্বর) পাওলির মেহেদি অনুষ্ঠান হয় তার নিজ বাসাতেই। এতে পরিবারের সদস্যরাই অংশ নিয়েছেন।

জানা গেছে, পাওলির বর অর্জুন পশ্চিমবঙ্গের গুয়াহাটির বাসিন্দা। তবে তিনি বালিগঞ্জে থাকেন। সেখানে তাদের নিজস্ব বাড়ি রয়েছে। পেশায় ব্যবসায়ী তিনি। সংসার জীবনে পাওলি ও অর্জুন সেখানেই থাকবেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, অর্জুন ও পাওলির প্রথম দেখা ইতালিতে। এরপর পরিচয় এবং বন্ধুত্ব। তারপর ধিরে ধিরে তারা একে অপরকে ভালোবেসে ফেলেন। অবশেষে দীর্ঘ দিন প্রেমে করে সেটার পূর্ণতা দিলেন পাওলি-অর্জুন।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে