thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০, ৩১ আষাঢ় ১৪২৭,  ২৫ জিলকদ  ১৪৪১

নিষিদ্ধ হতে পারে রাশিয়া

২০১৭ ডিসেম্বর ০৫ ২১:৩৫:০৭
নিষিদ্ধ হতে পারে রাশিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৪ সালে সোচি গেমসে রাষ্ট্রীয় পৃষ্ঠপোশকতায় ডোপিংয়ের অভিযোগে অভিযুক্ত রাশিয়া আগামী শীতকালীন অলিম্পিকে নিষিদ্ধ হওয়ার মুখে। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করতে যাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

দক্ষিন কোরিয়ার পিয়ংচ্যাং-এ গেমস শুরুর ৬৫ দিন আগে কমিটির লুসানের লেকসাইড কম্পাউন্ডে কার্য নির্বাহী কমিটিকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসবেন আইওসির সভাপতি থমাস বাক। সেখানেই সিদ্ধান্ত হবে গেমসের হেভিওয়েট দল রাশিয়ার অংশগ্রহণের বিষয়টি।

২০১৮ বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানের পর আইওসির এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামী বছরের বিশ্বকাপ দিয়ে রাশিয়াকে উদীয়মান স্পোর্টিং শক্তি হিসেবে দেখতে চায় মস্কো। আইওসির বৈঠকের আগেই রাশিয়ার বিপক্ষে উত্থাপিত বিষয় নিয়ে কথা বলবেন দেশটির অলিম্পিক কমিটির প্রধান আলেক্সান্ডার জুকভ ও স্কেটিং চ্যাম্পিয়ন এভগেনিয়া মেদভেদেভা।

কিন্তু বিষয়টি নিয়ে প্রচুর নেতিবাচক সংবাদ প্রচারিত হওয়ায় তাদের এই প্রচেস্টা সরাসরি ব্যর্থ হয়ে যাবার আশংকা রয়েছে।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর