thereport24.com
ঢাকা, সোমবার, ১৯ নভেম্বর ২০১৮, ৪ অগ্রহায়ণ ১৪২৫,  ১০ রবিউল আউয়াল ১৪৪০

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

২০১৭ ডিসেম্বর ০৭ ১৩:৩৬:২৩
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি ইয়াছের আলী সুমন (৪২) নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে।

কাশিমপুর কারাগার-১ এ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে তার মৃত্যু হয়। ইয়াছের আলী চট্টগ্রামের সন্দ্বীপ থানার মুছাপুর এলাকার বাসিন্দা ছিলেন।

কাশিমপুর কারাগার-১ এর জেলার মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ইয়াছের আলী বুকে ব্যথা অনুভব করেন। পরে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এসময় অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে চিকিৎসক ইয়াছেরকে মৃত ঘোষণা করেন।

ইয়াছের চকবাজার থানার মাদক মামলায় গত ১ এপ্রিল ২০১৭ থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএমএফ/এমএসআর/ডিসেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর