thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮, ২ পৌষ ১৪২৫,  ৭ রবিউস সানি ১৪৪০

মুন্সীগঞ্জে আঞ্চলিক ইজতেমা শুরু

২০১৭ ডিসেম্বর ০৭ ১৭:০৫:৪৯
মুন্সীগঞ্জে আঞ্চলিক ইজতেমা শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। ধলেশ্বরী নদীর পাড়ে বৃহস্পতিবার ফজর নামাজের পর থেকে শুরু হয় এ ইজতেমা।

ইজতেমা ময়দানের পরিচালক ফজলুল হক জানান, ফজরের নামাজের পর ইজতেমা শুরু হয়েছে। জোহর নামাজের পর রাজধানী কাকরাইল বড় মসজিদের বড় হুজুরের আম বয়ানের মধ্য মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানান, ধলেশ্বরীর নদীর পাড়ে প্রায় ৬ লাখ বর্গফুট এলাকা জুড়ে এই ইজতেমার আয়োজন করা হয়েছে। ইজতেমার ময়দান জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪ শতাধিক সদস্য নিরাপত্তায় রয়েছেন। ইজতেমা ময়দানের বিভিন্ন স্থানে ৮টি সিসি ক্যামেরা ও ১টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা।

(দ্য রিপোর্ট/এমএস/এমএসআর/ডিসেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর