thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

বড় কোম্পানিকে পুঁজিবাজারে আসতে হবে : বাণিজ্যমন্ত্রী

২০১৭ ডিসেম্বর ০৭ ২২:০৭:২৪
বড় কোম্পানিকে পুঁজিবাজারে আসতে হবে : বাণিজ্যমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘পুঁজিবাজারের উন্নতির জন্য বহুজাতিক কোম্পানির পাশাপাশি বড় কোম্পানিকে তালিকাভুক্ত করতে হবে। এতে বাজারের গভীরতা বা স্থিতিশীলতা বাড়বে। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের কাজ করার প্রয়োজন রয়েছে।’

বৃহস্পতিবার ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য বিষয়ক অনলাইন পত্রিকা অর্থসূচক আয়োজিত বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেছেন।

অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন, বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা, ডিএসই ব্রোকারেজ এসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ সাদেক, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি সাইদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের জন্য পুঁজিবাজার খুবই গুরুত্বপূর্ণ। ২০১০ সালে মার্কেটে একটি অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সঠিক নেতৃত্বের কারণে আজ মার্কেট স্থিতিশীল।’

পুঁজিবাজারে কোনো নতুন কোম্পানি আসলে তার ব্যবসায়িক ক্ষতি না করার অনুরোধ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘আমরা যেন আবার সুযোগ-সুবিধা চেয়ে কোম্পানির ক্ষতি না করি, সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

তিনি বলেছেন, ‘শিক্ষক-চাকরিজীবীসহ সাধারণ মানুষ পুঁজিবাজারে বিনিয়োগ করতে চায়। এ বাজার যদি ঠিক না থাকে তাহলে কীভাবে বিনিয়োগ করবে।’

বিনিয়োগের ক্ষেত্রে আমাদের সুদহার এখনও বেশি। তাই সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে আরো সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘পুঁজিবাজার এখনও পুরোপুরি আস্থার জায়গা তৈরি করতে পারেনি। বাজার নিয়ে মানুষের মাঝে নানান ভুল ধারণা রয়েছে। বিশেষত এটি একটি অনাস্থার জায়গা।’ তবে বাজার সম্পর্কে জ্ঞান অর্জন করে বিনিয়োগ করলে সফলতা আসবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‘ক্যাপিটাল মার্কেটে বা পুঁজিবাজারে বিনিয়োগে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে। ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িতদের আরো বেশি সচেতন হওয়ার প্রয়োজন। বিদেশে আমরা দেখেছি ক্যাপিটাল মার্কেটে অনেক অধ্যাপক বিনিয়োগ করে। তারা রাত দিন এ বিষয়ে পড়াশোনা করে, অভিজ্ঞতা নেয়।’

বিএসইসি, ডিএসই, সিএসই, ব্রোকার হাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, তালিকাভুক্তি কোম্পানি, এনবিআরসহ ৪০টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এক্সপো খোলা থাকবে।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর